Society for Amateur Astronomers of Bangladesh

ডিপ স্পেস অবজেক্ট অবজারভেশনঃ গ্রহাণু “ভেস্ট্যা”

গ্রহাণু বেল্টের দ্বিতীয় বৃহত্তম বস্তু ভেস্ট্যা। খালি চোখে সচরাচর দেখা যায় না। বর্তমানে ৭.২৬ উজ্জ্বলতায় সিটাস মন্ডলের deneb kitos Shemali –র খুব কাছাকাছি অবস্থান করায়, বাইনোকুলার বা ছোট টেলিস্কোপে সহজেই দেখা যাচ্ছে।২০ নভেম্বর শুক্রবার, আমরাও এই আকাশ বস্তু দেখি। ছবিও তোলা হয়েছিল। । নিচে একটি ছবি দেওয়া হলো।

vesta1

Leave a Reply

Your email address will not be published.