Daily Archives: October 26, 2013

মহাকাশ গবেষণার জন্য “বাংলাদেশ স্পেস এজেন্সি” গঠন করার প্রয়োজন এখন অপরিহার্য

Published by:

এফ, আর, সরকার

এক সময় মানুষ ভাবতো এই পৃথিবীতে যা আছে তাই মানুষের জীবন ধারনের জন্য যথেষ্ট, পৃথিবীর উপরে দেব দেবতাদের বসবাস, এ নিয়ে মাথা ঘামিয়ে কোনও লাভ নেই। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ও প্রয়োগ বৃদ্ধির ফলশ্রুতিতে এমন সব তথ্য ও উপাত্তের সন্ধান পাওয়া গেল যে বর্তমানে বিজ্ঞানীরা মনে করছেন পৃথিবী নামক এই গ্রহটিতে গবেষনার পরিধি সীমিত হয়ে আসছে এখন মহাকাশ গবেষনা অপরিহার্য হয়ে দাড়িয়েছে। আসলে তাই, কেননা বর্তমান প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে যদি একটু গভীরভাবে চিন্তা করা যায় তাহলে দেখতে পারবো মানুষ নামে প্রজাতির জীবন যাপনের জন্য মহাকাশ প্রযুক্তির প্রয়োগ অপরিহার্য হয়ে দাড়িয়েছে। আমরা যে মোবাইলে কথা বার্তা বলছি, ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করছি বা টেলিভিশনে অনুষ্ঠানগুলো দেখছি সব কিছু এখন নিয়ন্ত্রিত হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে যেগুলো পৃথিবী থেকে ২২,৪০০ মাইল উপর থেকে পৃথিবীকে প্রদক্ষিন করছে। এগুলোকে জিওস্টেশনারী স্যাটেলাইট বলা হয় অর্থাৎ পৃথিবী তার অক্ষের উপর যে গতিতে ঘুরছে, এই স্যাটেলাইটগুলোও ঠিক একই গতিতে ঘুরছে, ফলে এগুলোর অবস্থান একই জায়গায় স্থির হয়ে আছে বলে মনে হয়। অন্যদিকে পৃথিবীর আবহাওয়া, সমুদ্রে সাইক্লোন, নদীতে ভাঙ্গন, পানির স্রোতর গতি বিধি মেঘের গতিবিধি, বৃষ্টি ও ঝড়-ঝাপটার পূর্বাবাস এমনকি সমুদ্রের কোন জায়গায় মাছের ঝাক আছে বা পৃথিবীর কোন ক্ষেত্রের উর্ব্বরতা কতটুকুন এবং সেখানে কোন ফসল বুনলে বেশী ফলন হবে এসব কিছুই আর্থ অবজারভেশন স্যাটেলাইটর সাহায্যে নির্ণয় করা হয়। এই আর্থ অবজারভেশন স্যাটেলাইটগুলো পৃথিবীর ২০০ মাইল থেকে ৪০০ মাইল উপর দিয়ে প্রদক্ষিন করছে।

Continue reading